উলের সামগ্রী তৈরির প্রশিক্ষণ

 

স্বনির্ভরতার সন্ধান

উলের সামগ্রী তৈরির প্রশিক্ষণ



তিন মাসের সরকারি প্রশিক্ষণে উলের নানারকম শিল্পসামগ্রী তৈরি ছাড়াও শেখানো হবে তাঁত চালিয়ে চাদর তৈরি প্রশিক্ষণ চলাকালীন ভাতা পাওয়া যাবে মেশিনে বোনা সোয়েটার বা গরম পোশাকের রমরমার জন্য চাহিদা হারিয়েছে হাতে বোনা উলের সোয়েটার, গরম পোশাক কিন্তু জনপ্রিয় হচ্ছে নানা রঙের উলের নকশা করা ফুলদানি, ঝাড়লণ্ঠন, ফুল, পাখি, পেনস্ট্যান্ড, পুতুল, গয়না ইত্যাদি নানা ধরনের হস্তশিল্প সামগ্রী দেখা যাচ্ছে বিভিন্ন মেলায় বেশ ভালোই বিক্রি হচ্ছে উলের তৈরি এই ধরনের হস্তশিল্প সামগ্রী শুধু মেলা নয়, বিভিন্ন দোকানে, ব্যক্তিগত পরিসরে এবং সমাজ মাধ্যমের সাহায্য নিয়ে শিল্পীরা উলের ধরনের জিনিস অনলাইনেও বিক্রি করছেন ভালো চাহিদার জন্য উলের হস্তশিল্প সামগ্রী তৈরি বিক্রি করে রোজগার করার চিন্তাভাবনা করতে পারেন বেকার যুবক-যুবতীরা

বাড়িতে বসে স্বল্প পুঁজি নিয়েই উৎপাদন ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু ভালো বিক্রির জন্য জিনিসের মান ভালো হওয়াও প্রয়োজন আকর্ষণীয় এবং নিখুঁত কাজ হলে তবেই ভালো বিক্রি হবে এর জন্য প্রশিক্ষণ প্রয়োজন সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের সার্টিফিকেট থাকলে শিল্পীকার্ড পেতে সুবিধে হয় শিল্পীকার্ড থাকলে বিভিন্ন মেলা থেকে ডাক পাওয়া, ভাতা এবং ঋণ পেতেও সুবিধে হয় এছাড়া শিল্পী নিজে প্রশিক্ষণপ্রাপ্ত হলে এবং সার্টিফিকেট থাকলে জিনিস তৈরির পাশাপাশি অন্যদেরও শেখাতে পারবেন

কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই ধরনের উল বা পশমের দ্রব্য তাঁত উৎপাদন বিষয়ক স্বল্পমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে তিন মাসের প্রশিক্ষণ ভর্তির ক্ষেত্রে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু এবং শারীরিক প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন প্রার্থীরা ১২৫ টাকা করে ভাতা পাবেন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে উলের জিনিসের পাশাপাশি এখানে তাঁত চালিয়ে চাদর, তৈরির প্রশিক্ষণও দেওয়া হবে প্রতিষ্ঠানের তরফে 'কর্মক্ষেত্র'কে জানানো হয়েছে শিক্ষার্থীরা তাঁদের মেধা অনুযায়ী যতটা শিখতে পারবেন ততটাই ভালো করে হাতে- কলমে শেখানো হবে এখানে বাঁধাধরা কোনও সিলেবাস রাখা হয়নি প্রশিক্ষণের পরে শিক্ষার্থীদের তৈরি সামগ্রী প্রতিষ্ঠানে সাধারণ দর্শকের জন্য প্রদর্শিত হয়

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ বয়স বয়সের কড়াকড়ি নেই

 

আসন সংখ্যা: ১৫ কোর্সের মেয়াদ: তিন মাস সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে ট্রেনিং চলাকালীন হোস্টেলে থাকার ব্যবস্থা আছে খরচ প্রতিদিন মাথাপিছু ১০০ টাকা

আবেদনের পদ্ধতি:

১৫ ফেব্রুয়ারি সকাল দশটায় পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের নকল সঙ্গে নিয়ে সরাসরি সংস্থার কার্যালয়ে যেতে হবে মূল নথিপত্রগুলিও সঙ্গে রাখবেন

আবেদনপত্রে লিখতে হবে:

প্রার্থীর নাম, পিতার নাম, জন্মতারিখ, ঠিকানা, স্থায়ী ঠিকানা, আধার নম্বর, যোগাযোগের নম্বর, -মেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কাস্ট (সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি) শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কারিগরি প্রশিক্ষণ, অন্যান্য প্রশিক্ষণ (থাকলে)

যোগাযোগ:

. সমীরবরণ রায়,

প্রধান বিজ্ঞানী,

প্রযুক্তি হস্তান্তর বিভাগ,

ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি,

১২, রিজেন্ট পার্ক, কলকাতা-100 0801

মোবাইল : ১৪৩৩১-৫৬১৮৭


Read More

উপার্জনের দিশা দেখাবে মিলেট :

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20melet.html

কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত SIASTM- কৃষিবিজ্ঞান কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ আছে

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20.html

WBCS- সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/WBCS-%20%20.html

উলের সামগ্রী তৈরির প্রশিক্ষণ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20%20.html

অল্প পুঁজিতে মাশরুম চাষ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20.html

ইলেক্ট্রো প্লেটিংয়ের ব্যবসা

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20.html

অতিসাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম

https://chatak92.blogspot.com/2024/02/blog-post.html

 

সৌর বিদ্যুৎকুকারবায়োগ্যাস  বাতাস কলে বিদ্যুৎ তৈরি

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_22.html

স্বনির্ভরতার সন্ধান

গুঁড়ো মশলার ব্যবসা লাভের পথ দেখাচ্ছে

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_18.html

সবজি চাষ করে ব্যবসার সুযোগ

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_46.html

স্বনির্ভরতার সন্ধান

উপার্জনের দিশা দেখাচ্ছে মেশিনে তৈরি মাটির ভাঁড়প্রদীপ

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_22.html

পদ্ম পুরস্কার – 2024

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/2024_22.html

সয়াবিন বড়ির ব্যবসা

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_30.html

 

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_89.html

 

Post a Comment

0 Comments